নারী ও শিশু স্বাস্থ্য নীতি ও কর্মসূচী
জাতিসংঘের অঙ্গসংস্থা আন্তর্জাতিক শিশু বিষয়ক তহবিল সংক্ষেপে ইউনিসেফ বিশ্বব্যাপী শিশুদের বিকাশ, উন্নয়ন ও সুরক্ষায় নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে এশিয়া ও আফ্রিকার দারিদ্র্যপীড়িত দেশগুলোতে ইউনিসেফ শিশুদের কল্যাণ ও উন্নয়নে বলিষ্ট অবদান রেখে যাচ্ছে। শিশুর জন্ম, বিকাশ ও উন্নয়নের সাথে নিরাপদ মাতৃত্বের সম্পর্ক থাকায় নারীর উন্নয়নেও কাজ করছে। এরই ধারাবাহিকতায় ইউনিসেফ বাংলাদেশ শিশু ও নারী উন্নয়নে বাংলাদেশ বেতারের সাথে প্রচারণা ও উদ্বুদ্ধমূলক বিভিন্ন অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করে আসছে। বাংলাদেশ বেতারে সামাজিক দায়বদ্ধতার সাথে দেশের উন্নয়নে দক্ষ জনশক্তি তৈরীতে বিভিন্ন ধরণ ও আঙ্গিকে অনুষ্ঠান প্রচার করছে। শ্রোতাদের সাথে সরাসরি তথ্য আদান-প্রদানে সমাজে অন্যসব শ্রেণির শিশু ও নারীদের বিভিন্ন সমস্যা সরাসরি সমাধান দিতে ফোন-ইন অনুষ্ঠান প্রচার করে থাকে। বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে টেলিফোনে তাৎক্ষণিকভাবে পরামর্শ দিয়ে থাকেন। এতে শ্রোতাসাধারণ তাদের স্বাস্থ্যগত সমস্যার তাৎক্ষণিক সমাধান পান। আবার জীবন তথ্য বিষয়ক অজানা বিষয়ে পরিপূর্ণ ধারণা অর্জনের মাধ্যমে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। এতে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সিদ্ধান্ত গ্রহণ সঠিক, সহজ ও সুন্দর হয়।