বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বাংলাদেশ বেতার, রংপুরে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া প্রতিদিন বিকাল ৪.৩০মিনিটে “সুখী জীবন” নামে প্রচারিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় একটি প্রকল্প হিসাবে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল কাজ করছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে ‘সুখী জীবন’ অনুষ্ঠানটি এ অঞ্চলে ব্যাপকভাবে জনপ্রিয়। আসর আঙ্গিকে প্রচারিত অনুষ্ঠানটির প্রতিটি চরিত্র শ্রোতাদের কাছে পরিচিত ও জনপ্রিয়। স্বাস্থ্য আপা, জমসের, মর্জিনা, মমতাজ, আরজিনা অনেকেরই পরিচিত ও প্রিয় চরিত্র। আঞ্চলিক ভাষায় পরিচালিত আসরে মজার আলোচনা ছাড়াও অনুষ্ঠানে কথিকা, নাটিকা, সাক্ষাৎকার, প্রামাণ্য অনুষ্ঠান, জনসংখ্যা বিষয়ক দলীয় গান, জারী গান, সরাসরি ফোন-ইন অনুষ্ঠান, কুইজ ও পালাগান নিয়মিত প্রচারিত হয়।
নির্দিষ্ট অনুষ্ঠানসূচি
প্রচার দিবস : প্রতিদিন (শুক্রবার ছাড়া)
প্রচার সময় : বিকাল ৪.৩০মি. থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত।
স্থিতি : ৩০ মি.
শনিবার |
চলন্তিকা: প্রামাণ্য অনুষ্ঠান/ দলীয়গান/ জারী গান |
রবিবার |
কথিকা - জনসংখ্যা, স্বাস্থ্যও পুষ্টি বিষয়ক/গান |
সোমবার |
স্বাস্থ্য বিষয়ক/গান |
মঙ্গলবার |
নাটিকা/গান (২য় ও ৪র্থ মঙ্গলবার কুইজ) |
বুধবার |
ফোন-ইন অনুষ্ঠান |
বৃহস্পতিবার |
সাক্ষাৎকার ও পালাগান |
শুক্রবার |
বিরতি |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS